16 তম জাতীয় শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে (NTRCA)

গতকাল রাত ১১ টায় এনটিআরসিএ’এর ওয়েব সাইট এ প্রকাশ করা হয়। এই বার লিখিত পরিক্ষায় উত্তির্ন হয়েছেন ২২ হাজার ৩৯৮ জন।
গত বছর নিবন্ধন পরীক্ষায় ১৫-১৬ নভেম্বর এক লাখ ৫৪ হাজার ৬৬৫ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেন
স্কুল পর্যায়ে ১৭ হাজার ১৪০ জন , মাধ্যমিক স্কল- ২ পর্যায়ে ১ হাজার ২০৩ জন এবং কলেজ পর্যায়ে ৪হাজার ৫৫জন উত্তির্ন হয়েছেন।
গত বছর নিবন্ধন পরীক্ষায় ১৫-১৬ নভেম্বর এক লাখ ৫৪ হাজার ৬৬৫ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেন।
এর আগে শিক্ষক নিয়োগ প্রতিস্থান থেকে করা হত। সরকার এই ক্ষমতা খর্ব করে NTRCA মাধ্যমে মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ ২০০৫ থেকে প্রক্রিয়া শুরু করে। নিবন্ধন সনদ দেয় এনটিআরসিএ। এর পরপর ই স্কুল নিয়োগ শুরু করে সরকার কর্তিক নটিশ জারি হয়।
লিখিত পরীক্ষার ফল এই লিঙ্ক http://ntrca.teletalk.bd/result জানা যাবে।