রাশিয়ার আরেকটি নতুন করোনার টিকা কার্যকর হয়েছে

রাশিয়ার আরেকটি নতুন করোনার টিকা কার্যকর হয়েছে বলে প্রমানিত হয়েছে। এই টিকা ক্লিনিক্যাল ট্রায়ালপূর্ব পরীক্ষায় সফল বলে প্রমানিত হয়েছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ভেক্টর হচ্ছে রাশিয়ার গোপন ভাইরাস গবেষণা কেন্দ্র যা সাইবেরিয়ায় অবস্থিত আছে বলে জানা গেছে। এই প্রতিষ্ঠান টি টিকা নামে দিয়েছে “এপিভ্যাককরোনা”, যা কোভিড’১৯ বিরুদ্ধে কার্যকরি বলে বলা হচ্ছে।