ভুয়া অ্যাপস চেনা উপায়

অনেকেই অনেক সময় না বুঝে ভুয়া অ্যাপ ডাউনলোড করে ফেলি। যার ফলাফল পরে ডিভাইস স্লো হয়ে যায় হতে পারে তথ্য চুরিও।আমরা ভুয়া অ্যাপ থেকে বাঁচতে কিছু উপায় নিম্নে বলে দিচ্ছি। সর্বদা অফিসিয়াল অ্যাপ স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করুন। অফিসিয়াল সাইট ছাড়াও আমরা অনেক সময় অন্যান্য সাইট থেকে এপ ডাউনলোড করি যা অনেক সময় ভুয়া হয়।তাই সবসময় অফিসিয়াল সাইট থেকে ডাউনলোড করা উচিত। অ্যাপের বিবরণ পড়ুন। কোনো অ্যাপে প্রচুর বানান বা ব্যাকরণগত ভুল খুঁজে পেলে তা ডাউইনলোড করা থেকে বিরত থাকুন। রিভিউগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করুন। রিভিউ দেখেই আপনি বুঝতে পারবেন এটি ভুয়া না আসল তাই রিভিউ বিবেচনা করা উত্তম। ডাউনলোডের সংখ্যাকেও বিবেচনা করুন । যদি ডাউনলোডের সংখ্যা অনেক বেশি হয়ে থাকে তবে এটি কখনোই সম্ভব নয় যে, এত বিপুলসংখ্যক মানুষ এর মাধ্যমে প্রতারণার স্বীকার হয়েছেন।