ফিলাদেলফিয়ায় দূর্বৃত্তদের গোলাগুলি

যুক্তরাষ্ট্রের ফিলাদেলফিয়ায় বাস ও সাবওয়ে স্টেশনে দূর্বৃত্তদের অতর্কিত গুলির আঘাতে আহত হন ৮ জন। গত বুধবার স্থানীয় সময় বিকাল ৩টায় এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ একজনের অবস্থা আশংকাজনক। এক সন্দেহভাজন ব্যক্তি স্টেশনে অপেক্ষারত যাত্রীদের উপর দেদারসে গুলি ছোড়া শুরু করেন। এতে ঘটনাস্থলেই আহত হন ৮জন। আহতরা সবাই ১৭ থেকে ৭০ বছর বয়সী। এর মধ্যে এক প্রবীন মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিতসাধীন আছেন। তার পাকস্থলি ও পায়ে গুলি লাগে।
পুলিশ ঘটনাস্থল থেকে দুইটি রিভলবার এবং ১৮ রাউন্ড বুলেট শেল উদ্ধার করেছে। এছাড়াও এক ব্যাক্তিকে আটক করা হলেও এখনো তার নাম কিংবা পরিচয় জানানো হয়নি। ঘটনার পিছনের মূল কারণ এখনও গোপণ রেখছে দেশটির স্থানীয় প্রশাষন।