প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাল চীন ও ভারত

মাননীয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে চীন ও ভারত। চীনের চায়না কমিউনিস্ট পার্টি শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করেছেন।
সিপিসি ইন্টারন্যাশনাল এর মিনিস্টার সং তার স্বাক্ষরিত বার্তায় বলেন বাংলাদেশ সরকার এবং চায়না কমিউনিস্ট পার্টি মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ, বন্ধুত্ব ও সৌহার্দ্যপুর্ন অতীতের মত বজায় থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের বাংলাদেশের উন্নয়নে প্রশংসা করেন।
ভারতের প্রধানমন্ত্রী মোদি জন্মদিনের শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুই দেশের বন্ধুত্বপুর্ন সম্পর্কের কথা সরন করেন। বর্তমানের মত ভবিষ্যৎ তেও ভারত এবং
বাংলাদেশ বন্ধুত্ব ও সৌহার্দ্যপুর্ন বজায় থাকবে বলে আশাবেক্ত করেন ভারতের প্রধানমন্ত্রী। বিদায়ী ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস সাক্ষাতে গণভবনে মোদির এই বার্তা প্রধানমন্ত্রী কাছে পৌঁছে দিয়েছেন।
মাননীয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্মদিন সোমবার ২৮ সেপ্টেম্বর ১৯৪৭। তিনি
গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্ম গ্রহণ করেন।
আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭০তম জন্মদিন উপলক্ষে বিষেশ দোয়া ও মুনাজাত আয়োজন করেছে।