দেশে এসেছে ভ্যাকসিন এর দ্বিতীয় চালান

২০ লাখ ডোজ এর এই চালান এসেছে ভারত এর সেরাম ইনস্টিটিউট থেকে। সোমবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ৩ কোটি ডোজের দ্বিতীয় চালান। এ টিকা এনেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস।নতুন ডোজ এর চালান পরিবহন করতে বিমানবন্দরে উপস্থিত ছিলো বেক্সিমকোর ৫ টি ফ্রিজার গাড়ি। টিকা নিয়ে তারা রওনা হয় বেক্সিমকোর টঙ্গী ওয়ারহাউজে।
এই নিয়ে ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকার ৯০ লাখ ডোজ বাংলাদেশে এসেছে। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন কয়েক দিন আগে বলেছিলেন, দ্বিতীয় চালানে ২০ থেকে ৩০ লাখ ডোজ টিকা আনা হবে।
২২ ফেব্রুয়ারি এই টিকা আসবে বলে তারা আশা করছিলেন। তার পরদিন ২৩ ফেব্রুয়ারিই ২০ লাখ ডোজ টিকা এল, যদিও স্বাস্থ্য সচিব আবদুল মান্নান চুক্তি অনযায়ী দ্বিতীয় চালানে ৫০ লাখ ডোজ টিকাই আসার কথা জানিয়েছিলেন। প্রাথমিকভাবে প্রতি মাসে ৫০ লাখ ডোজ করে টিকা দেওয়ার পরিকল্পনা করেছিল স্বাস্থ্য অধিদপ্তর।কিন্তু কম ডোজ আসায় তা পরিবর্তন হবে বলে জানা গেছে।