ট্রাম্প এবং মেলানিয়া কোভিড’১৯ আক্রান্ত

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প কোরোনা পজিটিভ হয়েছেন। ট্রাম্প নিজেই কোভিড’১৯ আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। আজ শুক্রবার টুইটারে জানান আমি এবং মেলানিয়া কোভিড’১৯পজিটিভ হয়ছি। আমরা দ্রুত কোয়ারেন্টাইন ও সুস্থ হওয়ার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছি। এটা আমাদের কে জয় করতে হবে। খবর সিএনএন ও গার্ডিয়ান।
এর আগে কোরোনা পজিটিভ হয়েছেন ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টাদের একজন হোপ হিকস। গত মঙ্গলবার ট্রাম্প আসন্ন মার্কিন নির্বাচনকে গিরে টিভি বিতর্কে অংশ নিয়েছিলেন। এর পরপর এমন সংবাদ এল । গত বুধবারে হেলিকপ্টার মেরিন ওয়ানে চড়তেও ট্রাম্পের সঙ্গে ছিলেন ওই নারী। এসব সফরে ট্রাম্পকেও মাস্ক পরতে দেখা যায়নি। হিকসের করোনা উপসর্গ দেখা দিয়েছিল এবং এয়ার ফোর্স ওয়ানে মিনেসোটা থেকে ফিরেই তিনি হোম কোয়ারেন্টাইনে আছেন। হোয়াইট হাউসের মুখপাত্র জুড ডিরেএ বিষয়ে কিছু জানাতে চাননি।