টিকটক ভিডিও তে বিশ্বাস না করা

বর্তমানে খুবই জনপ্রিয় একটী মাধ্যম টিকটক। সাধারন জনগন থেকে তারকা সবাই এখন টিকটক কে বেশ ভালোভাবেই নিচ্ছে। কিন্তু সম্প্রতি তৈরি একটি চিকিৎসা বিষয়ক একটি ভিডিও কে ভুল বলে দায় করছেন বিজ্ঞানীরা। এই ভুল চিকিৎসার ফলে ভয়ানক ক্ষতি হতে পারে বলে জানান তারা। ১৬ তারিখ এ বিষয়ে বিবিসির একটি প্রতিবেদনে সতর্ক থাকার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এখানে একটি চুল তোলার চিকিৎসা করা হয় যার মধ্যে ক্যামেরা দিয়ে নাক ও কানের ভিতরের অংশ দেখানো হয়।যার ফলে তার শ্বাস-প্রশ্বাস বন্ধ হতে পারতো। এই ভিডিও তে নাক ও কানের ভিতরকার যেই ছবি গুলো আছে তা সরাবার নির্দেশ দিয়েছে বিশেষজ্ঞরা। টিকটক ভিডিও তে বিশ্বাস না করার কথা বললেন বিজ্ঞানীরা ।