চোর ধরার অ্যাপ

স্মার্টফোন চোর ধরতে নতুন অ্যাপ নিয়ে এলো দেশীয় প্রতিষ্ঠান সফটালজি লিমিটেড। অ্যাপস টির নাম রাখা হয়েছে ‘থিফগার্ড’ । হারিয়ে যাওয়া বা চুরি হওয়া ফোন খুজতে সাহায্য করবে অ্যাপস টি।১৮ ফেব্রুয়ারি এটি আনুষ্ঠানিক ভাবে চালু হয়েছে বলে জানান প্রতিষ্ঠান টি।তারা জানান যে অ্যাপস টি চোরের ছবি ও লোকেশন জানতে সহায়তা করবে।অ্যাপস চলাকালীন ফোন বন্ধ করতে পারবে না চোর। কম্পিউটার এর সাথে কানেক্ট করাও সম্ভব হবে না চোরের জন্য।সিম পরিবর্তন করলে নতুন সিম এর নাম্বার চলে যাবে মালিক এর কাছে। মোবাইল ফোন চুরি হওয়ার সঙ্গে সঙ্গে হাতের কাছে যেকোনো স্মার্টফোন অথবা কম্পিউটার থেকে thiefguardbd ওয়েবসাইটে গিয়ে ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করলেই চুরি হয়ে যাওয়া মোবাইল ফোনের ক্যামেরা চালু করা যাবে এবং চুরি হওয়া মোবাইল থেকে মোবাইলের মালিকের ইমেইলে ছবি পাঠাতে থাকবে। এ সময় জিপিএস অন করে দিলে লোকেশনও পাওয়া যাবে।