গত তিন মাসের রেমিটেন্সে রেকর্ড পরিমান প্রবৃদ্ধি

তিন মাসের প্রবাসী আয়ে রেকর্ড পরিমান প্রবৃদ্ধি হইয়েছে। যা ২০১৯-২০২০ অর্থ বছরের এক-তৃতীয়াংশের চেয়েও বেশি। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন রেমিটেন্সের এই প্রবৃদ্ধি সঙ্কট মোকাবেলায় আমাদের সাহস যোগাচ্ছে।
এই করোনা মহামারীর মধ্যেও গত জুলাই মাসে শুধু ২ দশমিক ৬ বিলিয়ন ডলারের রেমিটেন্স এসেছে আমাদের দেশে, যা এ যাবতকালের সর্বোচ্চ রেমিটেন্স প্রবাহ।
অর্থমন্ত্রী বলেছেন, রেমিটেন্স প্রবাহ অব্যাহত থাকলে চলতি অর্থবছরে ২৪ বিলিয়ন ডলার ছারিয়ে যাবে আশা প্রকাশ করেন তিনি। আমাদের রিজার্ভ রেমিটেন্স প্রবাহের মাধ্যমে একটার পর একটা রেকর্ড হচ্ছে। তিনি আরও বলেন ২০২১ সালে দেশের রিজার্ভ ৫০ বিলিয়ন ডলারও ছাড়িয়ে যাবে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে, জুলাই-সেপ্টেম্বর সময়ে রেমিটেন্সে ৪৮ দশমিক ৫৭ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে, যা এযাবৎ কালের সর্বোচ্চ। বিভিন্ন দেশে ১ কোটি ২০ লক্ষ প্রবাসী বাংলাদেশীদের পাঠানো রেমিটেন্সের আবধান ১২ শতাংশ মত দেশের জিডিপিতে।