আবুধাবি ও দুবাইয়ে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বাংলাদেশের রাষ্ট্রনায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ পালন করেছে বাংলাদেশের দূতাবাস এবং দুবাইয়ে বাংলাদেশ কন্স্যুলেট। গত রোববার স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষ্যে স্থানীয় সময় বিকেলে আলোচনা সভাসহ নানা আয়োজন ও কর্ম পালন করেন তারা।
স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ কর্মসূচি পালনের মধ্যে ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দেওয়া , তথ্যচিত্র প্রদর্শন,বাণীপাঠ, দোয়া ও মোনাজাতসহ নানা আয়োজন ।এই দূতাবাস মিলনায়তনের শ্রম কাউন্সিলর মোহাম্মদ আব্দুল আলিম মিয়ার পরিচালনায় আলোচনা সভায় সভাপতিত্বের দায়িত্ব পালন করেন বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর।
আবার এদিকে কাউন্সিলর পাসপোর্ট ও ভিসা রিয়াজুল হক ও প্রথম শ্রম সচিব লুৎফুন্নাহার নাজিম বাংলাদেশের পক্ষ হতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পড়ে শোনান ।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ পালনে আলোচনা সভায় অংশ নেন অনেকই তাদের মধ্যে বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য আবুধাবির সভাপতি ইফতেখার হোসেন বাবুল, বাংলাদেশ সমিতি ইউএই এর সভাপতি মোয়াজ্জেম হোসেন, আবুধাবি বাংলাদেশ স্কুলের অধ্যক্ষ মীর আনিসুল হাসান, বাংলাদেশ বিমানের আঞ্চলিক পরিচালক নিদান চন্দ্র বড়ুয়া , শওকত আকবর, আশীষ বড়ুয়া ও এসএম রফিকুল ইসলাম জনতা ব্যাংক আবুধাবির ব্যবস্থাপক মো. আব্দুল হাই, নাসির তালুকদার সহ আরও অনেকই।
আবার এদিকে দুবাইয়ে বাংলাদেশ কন্স্যুলেট মিলনায়তনে আয়োজিত ‘স্বদেশ প্রত্যাবর্তন দিবস দিবসটির কর্মসূচিতে কনসাল জেনারেল ইকবাল হোসাইন খান সভাপতিত্বের দায়িত্ব পালন করেন। কর্ম সূচিতে জাতর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নানা স্মৃতিচারন মূলক চরিত্র তুলে ধরেন।